কী ভাবে Windows 10 Active করবেন।
প্রথমে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা
"বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা Microsoft এর পণ্য কিনে ব্যবহার করতে চাই না বা কিনে ব্যবহার করিনা। এর কিছু কারন আছে, হয়তো আমাদের কাছে Microsoft এর পণ্য অনেক দামি। যা আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে। তাই হয়ত আমরা ইচ্ছে করেই Microsoft এর পণ্য ক্রয় করিনা। কিন্তু আমার উপদেশ হলো আপনারা Microsoft এর পণ্য অরিজিনাল টা ব্যবহার করেন। এতে আপনাদের কম্পিউটার হ্যাকারদের হাত থেকে রক্ষা পাবে।"
ধাপ ১ঃ এর জন্য আপনাকে ছোট্ট এরটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটার নাম হলো "KMSpico"। ভয়ের কোন কারণ নেই আমি নিচে ডাউনলোড লিংক দিয়ে দিব সেখান থেকে ডাউনলোড করে নিবেন।
২ঃ ফাইলটা .zip আকারে থাকবে আপনারা ডাউনলোড শেষে Extract করে নিবেন।
৩ঃ Extract করার আগে অবশ্যই আপনার কম্পিউটারে থাকা windows security টি off করে নিবেন।
![]() |
Windows defender |
৪ঃ এখন মূল ফাইল টি কে Run as administrator ওপেন করেন।
0 মন্তব্যসমূহ