Header Ads Widget

Responsive Advertisement

একটি কাফি

 একটি কাফি

                          বিষ্ণু দে 





 আমারও মন চৈত্রে পলাতক,
পলাশে আর আমের ডালে ডালে
সবুজ মাঠে মাঝবয়সী লালে
দণ্ড দুই-সুখে জিরায় :
মাটির কাছে সব মানুষ খাতক ।

বিভোল মনে অবাক চেয়ে থাকে 
সারা দুপুর হেলাফেলার হীরায়, 
উদাস মন হাওয়ার পাকে পাকে
ঘুঘুর ডাকে গ্রামের ফাঁকা ক্ষেতে
মিলিয়ে দেয় দুস্থতার পাতক,

বিকাল তাই সন্ধ্যা-রঙে মেতে
শেষ, যে শেষ সারাদিনের পরে
একটি গানে গহন স্বাক্ষরে ।
জানো কি সেই গানের আমি চাতক?





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ